যেকোনো ছবির পিক্সেল সেট করুন সহজেই। ( how to set pixel of a image)

 

Set Pixel of a image

আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বাড়িয়ে শুরু করা যাক। আসা করি আপনাদের সকলের ট্রিকস টি ভালো লাগবে।


আজকে আমি যে ট্রিকস টি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে যেকোনো ছবির পিক্সেল সেট করবেন। আমরা অনেকেই জানি না আসলে কি মোবাইলের মাধ্যমে pixel সেট করা যায় কিনা। আমরা হতাশ হয়ে যায়। সাধারণত আমরা যখন অনলাইনে কোনো একটা আবেদন করি তাহলে ওখানে পিক্সেলের কথা বলা ও থাকতে পারে আবার না ও থাকতে পারে।


 যদি থাকে তবে আমাদের  Pixel set tool টার প্রয়োজন পড়। প্রথমে আপনি আগে থেকে একটা ছবি বাছাই করে রাখবেন। তারপর এই সাইটে যান : Set pixel. তারপর এই সাইটে যান। একটু নিচের দিকে আসবেন। দেখবেন  Choose file. 


ওখানে আপনার বাছাই করা ছবিটি দিয়ে দেন। তারপর Pixel Set করে দেন। আমি উদাহরণ ৩০০ × ৩০০ pixel দিছি। বাকি গুলো যেমন আছে তেমনই। তার Ok তে Press দিন।


তারপর Download processed image. 

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post