ইমেইল এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করুন। (how to trace location with email)

secretborhan
Location tracking

 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। আসা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বাড়িয়ে শুরু করা যাক। আসা করি আপনাদের সকলের ট্রিকস টি ভালো লাগবে।


আমরা অনেকেই ব্যক্তিগত  বা প্রতিষ্ঠান এর জন্য যোগাযোগ রক্ষা করার জন্য ইমেইল ব্যবহার করে থাকি। এর বেশির ভাগই গুগল এর জিমেইল সার্ভিস ব্যবহার করে।



আমরা সবাই ইমেল বা জিমেইল ব্যবহার করি। অনেক সময় আমাদের কাছে এমনকিছু মেইল আসে যেগুলোর লোকেশন জানাটা খুবই দরকার। কোথা থেকে এলো মেইলটি তা জানার চেষ্টা করেন অনেকেই। তবে বেশির ভাগ সময়ই জিমেইল বা অন্য কোনো মাধ্যম তাদের প্ল্যাটফর্মে আসা ই-মেইলের লোকেশন জানায়না।

তারপরও কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সহজেই ই-মেইলের লোকেশন জানতে পারবেন। ই-মেইল সেন্ডারের অবস্থান জানার  জন্য অনেক  উপায় রয়েছে। এর মধ্যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা, ই-মেইলের আইডি সার্চ করে এবং ফেসবুকের সাহায্যে।


# ই-মেইল আইপি অ্যাড্রেস জানার জন্য প্রথমেই  আপনাকে Google chrome browser এ আপনার জিমেইল টা লগিন করুন। তারপর আপনার কাঙ্খিত মেইল টির ডান দিকে টাইমের পাশের বোতামটি ক্লিক করতে হবে এবং তারপরে শো অর্জিনাল এ ক্লিক করতে হবে। এবার একটি নতুন ট্যাব খুলবে এবং এখন থেকে আপনি আইপি অ্যাড্রেস পাবেন। এরপর ওই আইপি অ্যাড্রেস আপনি Wolfram Alpha এ গিয়ে সার্চ করতে পারেন। সেখানেই কোম্পানির নাম সহ লোকেশন জানতে পারবেন।  এটা শুধু মাত্র পিসি ইউজারদের জন্য। 

জিমেইল আইডি ধরে লোকেশন জানতে চাইলে আপনাকে  #Spokio# ওয়েবসাইট এ সার্চ করে জানতে হবে। আর এটা পেইড। এখানে ই-মেইল আইডিটি সার্চ করলে লোকেশন জানানো হয়। আবার ফেসবুকের সার্চবারে ইমেল আইডিটি সার্চ করলে কোম্পানির তথ্য চলে আসে।


* বর্তমানে গুগলে সার্চ ইঞ্জিন পাওয়ার হাউজ হিসেবে পরিচিত। সব ধরনের তথ্য আপনি এক ক্লিকেই পেয়ে যেতে পারেন গুগল সার্চ এর মাধ্যমে। ই-মেইল ঠিকানাটির আসল ব্যবহারকারীকে বের করতে সর্বপ্রথম গুগলে উক্ত মেইল সম্পর্কে সার্চ করুন। কারণ গুগল আপনাকে সব ওয়েবসাইটের একত্রিত ফলাফল দেখাবে। গুগলে সার্চ করার মাধ্যমে আপনি বিনামূল্য সব তথ্য পেতে পারেন।

গুগলে সার্চ করা মাত্র তথ্য পেয়ে যেতে পারেন,গুগল উক্ত ই-মেইলের সঙ্গে সংযুক্ত সকল ঠিকানাকে একত্রিত করে আপনার নিকট প্রদর্শন করবে। তাই বিনামূল্য এবং সবচেয়ে সহজে যে কারোর তথ্য বের করার জন্য গুগলে সার্চ করা খুবই সহজ।

#ফেসবুক থেকেও বের করতে পারবেন ই-মেইল পাঠানো ব্যক্তির লোকেশন। ফেসবুকে নিজস্ব তথ্য দিতে অনেকে সাচ্ছন্দ্যবোধ করেন। তাই কারও ব্যাপারে জানতে হলে ফেসবুক এ ই-মেইল টাকে সার্চ বক্সে কপি এবং পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করলে তথ্য পেয়ে যাবেন। কেউ যদি ওই মেইল আইডি ব্যবহার করে থাকে ফেসবুকের নিজের আইডিতে তবে আপনি তার সকল ছবি এবং তথ্য পেয়ে যাবেন। সেখান থেকে তার লোকেশন জেনে নিতে পারবেন।

spokio link: Go to spokio

Post a Comment

Previous Post Next Post